Variable in JavaScript (JavaScript Variable :ভেরিয়েবল)

 

#Javascript😀

#Variable :

1

Javascript এ Reserved keyword variable এর নাম হিসাবে ব্যবহার করতে পারবেন না।

রির্সাভড কিওয়ার্ড গুলো কি কি গুগল থেকে দেখে নিতে পারেন।

Reserved keyword in Javascript লিখে।

2.ভ্যারিয়েবলের নাম অক্ষর দিয়ে শুরু করতে পারবে। তবে স্পেশাল ক্যারেক্টার !, @, #, %, ^, &, * (,) শুরু করতে পারবেন না।

#Note কিন্তু স্পেশালি _ আন্ডারস্কোর ও $ (ডলার সাইন) ব্যবহার করতে পারবেন।

ভেরিয়েবল একটা ইংরেজি শব্দ সন্ধি বিচ্ছেদ এর মত মনে করলে শব্দের দুইটা অংশ আছে একটা হচ্ছে Vary এবং অন্যটি হচ্ছে Able অর্থাৎ Vary মানে হচ্ছে কোন একটা জিনিস ভ্যারি করে বা পরিবর্তিত হয় এবং দ্বিতীয় অংশ হচ্ছে able মানে যোগ্য অর্থাৎ Variable বলতে কোন একটা জিনিস যেটা ভেরি করার যোগ্য | যার মান পরিবর্তিত হতে পারে বা চেঞ্জ হতে পারে।

যেমন এক কেজি আপেলের দাম ১৫০ টাকা। কিন্তু দশ দিন পর এটার দাম বাড়তে পরে আবার কমতেও পারে। তাহলে আমি যদি এটাকে একটা Variable এ লিখি বিষয়টা এমন হবে

Var applePrice = 150;

দুই তিন দিন পর যখন দাম বেড়ে 160 টাকা হলো তখন আমি এটাকে এভাবে লিখতে পারি

পূর্বের দামের ভ্যারিয়েবল

var applePrice = 150;

দাম বাড়ার পর

applePrice = 160;

এখেএে আর var লেখর দরকার পড়বে না just applePrice = 160; লিখলেই হবে।

#ভেরিয়েবল

এটি একটা পাএের মত

1.ভ্যারিয়েবল এমন একটা জিনিস যার ভ্যালু বা মান পরিবর্তিত হতে পারে

2.নির্দিষ্ট একটা নাম থাকবে

3.এবং সেই নাম ধরে জিজ্ঞেস করলে মান জানা যাবে।

Raihan biswas

Comments

Popular posts from this blog

JavaScript Operator (অপারেটর Operator)

What is JavaScript?

Data Type In JavaScript (জাভাস্ক্রিপ্ট ডেটা_টাইপ data type)