JavaScript Comparison Operator
Comparison Operator একটা ভ্যালুর সাথে আর একটা ভ্যালুকে কম্পেয়ার করারা জন্য ব্যবহার করা হয়। দুইটা ভ্যালু সমান কি সমান না, বড় নাকি ছোট। এরা রেজাল্ট হিসাবে true অথবা false রির্টান করে। 1. == (ইকুয়্যাল) দুইটা ভ্যালু সমান কি না তা দেখার জন্য ব্যবহার করা হয়। সত্য হলে true এবং মিথ্যা হলে false রির্টান করবে। উদাহরন হিসাবে যদি দেখি.. 20 == 20 20 কি 20 এর সমান Ans: true এবং 20 == 10 20 কি 10এর সমান Ans: false তবে এরা যদি ভিন্ন type এর হয়, তাহলে যে কোন একটি type বিশেষ নিয়মে পরিবর্তন হয়। Example #Note1 And #Note2 2. != ( ইকুয়্যাল না) এটা সম্পূর্ণ ইকুয়্যালের বিপরীত। যেমন 10 কি 20 এর সমান না? 10 != 20 true দেখাবে আর সমান হলে মিথ্যা বা false দেখাবে যেমন 10 != 10 10 কি 10 এর সমান না? অবশ্যই সমান তাহলে দেখাবে false যেহেতু এটা নট ইকু্য়্যাল। 3. > (বড়) একটা আর এাকটা থেকে বড় কি না তা দেখার জন্য ব্যবহার করা হয়। সত্যা হলে true মিথ্যা হলে false দেখাবে। যেমন 10 > 10 10 কি 10 এর থেকে বড়? না 10 এর চেয়ে 10 বড় নয়। তাহলে মিথ্যা বা false দেখাবে। 4. < (ছোট) একটা আর একটা থেকে ছোট কি না...