JavaScript Array (অ্যারে_উপাদান_নিয়ে_খেলা)

 

ধরুন আমরা একটা Array Declare করছি books নামে

books =[“physics”, “chemistry”, “ math”, “Biology”, “ ICT”]

এই অ্যারের মধ্যে কয়টা উপাদান আছে সেটি বের করতে হলে Array name.length দিয়ে কল করলেই জানা যাবে

যেমন আমাদের অ্যারেটির নাম হলো books

তাহলে এই books নামক অ্যারেতে কতটি উপাদান আছে আমার যদি তা দেখতে চাই তাহলে এভাবে লিখতে হবে

বোঝার সুবিধার জন্য আমি আবার অ্যারেটাকে Declare করে নিচ্ছি

let books =[“physics”, “chemistry”, “ math”, “Biology”, “ ICT”];

books.length;

Ans : 5

books নামক অ্যারেতে ৫ টি উপাদান আছে তাই আমাদেরকে 5 দেখিয়েছে।

এই অ্যারেতে যদি আমরা “javascript” নামে নতুন উপাদান যোগ করতে চায় তাহলে এভাবে লিখতে হবে

let books =[“physics”, “chemistry”, “math”, “Biology”, “ ICT”];

books.push(“Javascript”);

সর্বশেষ উপাদানকে Array থেকে বের করে দিতে চাইলে এভাবে লিখতে হবে

books.pop();

আপনি যদি কোনো অ্যারের শুরুর দিক হতে কোনে উপাদান বা আইটেম রিমুভ করতে চান তাহলে এভাবে লিখতে হবে

let books =[“physics”, “chemistry”, “ math”, “Biology”, “ ICT”];

books.shift();

Ans : “physics”

অ্যারের মধ্যে ৩নং পজিশনে কে আছে তা জানার জন্য এভাবে লিখতে হবে

books[3];

(উল্লেখ্য books কিন্তু আমার অ্যারের নাম)

অ্যারের উপাদান দিয়ে তার উপাদানের পজিশন জানতে হলে এভাবে লিখতে হবে

let books =[“physics”, “chemistry”, “math”, “Biology”, “ ICT”];

books.indeOf(“math”);

Ans : 2

আবার আমারা যদি অ্যারেতে শুরুর দিকে কোনো উপাদান বা আইটেম add করতে চাই তাহলে এভাবে লিখতে হবে

let books =[“physics”, “chemistry”, “ math”, “Biology”, “ ICT”];

books.unshift(“nodejs”);

তাহলে এখানে আমি এই অ্যারের প্রথম দিকে “nodejs” কে যুক্ত করলাম।

let books =[“physics”, “chemistry”, “ math”, “Biology”, “ ICT”];

books.splice(1,2);

[“chemistry”, “ math”]

এই আইটেম বা উপাদান থেকে “chemistry” এবং “math” রিমুভ হবে।

এছাড়াও আপনি বিস্তারিত জানার জন্য এটা JavaScript Array Methods লিখে গুগলে সার্চ করতে পারেন

Thanks

#Rb Raihan

Comments

Popular posts from this blog

JavaScript Operator (অপারেটর Operator)

What is JavaScript?

Data Type In JavaScript (জাভাস্ক্রিপ্ট ডেটা_টাইপ data type)